• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর যোদ্ধারা টাঙ্গাইলে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১  

বিজয়ের অর্ধশত বৎসর উদযাপন উপলক্ষে ১৯৭১ সালে টাঙ্গাইলের কালিহাতীতে ভারতীয় সেনাবাহিনীর প্যারাড্রপিং স্থানে ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর যোদ্ধারা পরিদর্শন করেছেন।

এ উপলক্ষে আজ শনিবার দুপুরে উপজেলার বানিয়াফৈরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিদর্শনে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আর এন বাল্লা এর নেতৃত্বে ভারতীয় সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ৩০জন বীর সেনাসদস্য এবং ৬জন চাকরিরত সেনাসদস্যরা পরিবারসহ স্মৃতি বিজড়িত এ ঐতিহাসিক স্থানে আসেন।

এ সময় তারা তাঁদের পরিবারসহ ১৯৭১ সালে সংঘটিত প্যারাড্রপিং অপারেশনের বর্ণনা শোনেন এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে অপারেশনের স্মৃতিচারণ করেন।

পরিদর্শনের সময় ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইলের এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ ১৯ পদাতিক ডিভিশন ও মাটাইপ এরিয়ার ব্রিগেড কমান্ডারবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার যোগে শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে তারা আগমন করেন। সেসময় ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইলের এরিয়া কমান্ডার জিওসি এবং অন্যান্য অফিসারগণ ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতিনিধি দলকে অভ্যর্থনা জানান।

ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর যোদ্ধাদের এই পরিদর্শন ১৯ পদাতিক ডিভিশন এবং ঘাটাইল এরিয়ার সার্বিক তত্ত্ববধানে আয়োজন করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল