• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে শিক্ষার্থীদের মাঝে ফাইজারের টিকা দেয়া শুরু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১  

টাঙ্গাইলে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে করোনা প্রতিরোধে ফাইজারের টিকা দেয়া শুরু হয়েছে। আজ বুধবার সকালে শহরের পুলিশ লাইনস্ উচ্চ বিদ্যালয়ে এ টিকা দেয়া হয়।

আজ প্রথম দিন ১৫৩৪ জন শিক্ষার্থীকে দেয়া হবে ফাইজারের টিকা। আগামীকাল থেকে উপজেলা পর্যায়ের শিক্ষার্থীদেরও টিকা দেয়া হবে।
 
এ দিকে টিকা পেয়ে খুশি শিক্ষার্থীরা। তারা বলছে এইচএসসি পরীক্ষার আগে এই টিকা তাদের আত্মবিশ্বাস বাড়াবে। তারা সকল শিক্ষার্থীদের টিকা নেয়ার আহ্বান জানায়।

সিভিল সার্জন বলেন, সারা দেশর মত টাঙ্গাইলে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে করোনা প্রতিরোধে ফাইজারের টিকা দেয়া শুরু করছি। প্রথম দিন ১৫৩৪ জন টিকা দিবো। আগামী কয়েকদিনে জেলার সকল উপজেলায় এই টিকা কার্যক্রম পরিচালনা করব। জেলা ১২ থেকে ১৮ বছর বয়সি ১ লক্ষ ৯১ হাজার ২৪৭জন কে এই টিকার আওতায় আনার পদক্ষেপ গ্রহণ করছি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল