• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ইউপি নির্বাচনে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে আসবে- ডিসি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২১  

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউর গণি বলেছেন, ভোটাররা কেন্দ্রে গিয়ে তাঁরা তাঁদের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিবে। নির্বাচন উপলক্ষে অনেকেই ভাবছেন ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। এটা আপনাদের ভুল ধারণা। ভোটাররা যেন নিজ নিজ কেন্দ্রে যেয়ে নির্ভয়ে ভোট দিতে পারে এজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোরভাবে সব সময় মাঠে কাজ করবে।
দ্বিতীয় ধাপের ইউপি পরিষদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের ধনবাড়ীতে শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার হলরুমে ইউপি নিার্বচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, কোন প্রার্থী যদি নির্বাচনী আচারণবিধি প্রতিপালন লঙ্গন করে তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মুহাম্মদ কাউসার, টাঙ্গাইল র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, টাঙ্গাইলের সিনিয়র নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান, ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভারপ্রাপ্ত সাদিয়া ইসলাম সীমা, মধুপুর পুলিশ সার্কেলের (এএসপি) শাহিনা আক্তার প্রমূখ।
এ সময় উপজেলার সাত ইউপি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল