• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে এবার ৪৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১  

সারাদেশের মতো টাঙ্গাইলের গোপালপুরে মঙ্গলবার (১২ অক্টোবর) সপ্তমী পূজার মধ্যদিয়ে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয়া দূর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
গোপালপুরে ৪৭টি পূজামণ্ডপে উৎসব মুখর পরিবেশে পূজারীগণ মায়ের পায়ে পূজায় অংশ নিতে সকালেই স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পরে মন্দিরে উপস্থিত হন। পূজারীগণ অশুভ শক্তির বিনাশ আর বিশ্ব শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি লাভের জন্য মন্ত্র পাঠের মাধ্যমে দেবীর পায়ে পুস্পাঞ্জলী প্রদান করেন।
এরআগে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয় এবং নবপত্রিকা প্রবেশ ও স্থাপন শেষে দেবী দুর্গার মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে প্রসাদ বিতরণ ও ভোগ-আরতির আয়োজন করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল