• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ব্রিটিশ হাইকমিশনার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১  

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট সি ডিকসন বলেছেন, এ দেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। করোনা মহামারির কারণে যদিও গত বছর এই উৎসবে ভাটা পড়ে, এবার তা কোথাও পরিলক্ষিত হচ্ছেন। সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করছে।

মঙ্গলাবার সকালে মির্জাপুরে ঐতিহ্যবাহী দানবীর রণদা সাহার নিজ বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় এসব কথা বলেন তিনি।

মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি কুমুদিনী হাসপাতালে এসে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, কুমুদিনী হাসপাতালের এজিএম (অপারেশন) অনিমেষ ভৌমিক।

পরে কুমুদিনী লাইব্রেরিতে চা চক্র শেষে কুমুদিনী হাসপাতাল কমপ্লেক্স ভারতেশ্বরী হোমস পরিদর্শন করেন।

এরপর ব্রিটিশ হাইকমিশনার তার সফর সঙ্গীদের নিয়ে লৌহজং নদীর তীরঘেঁষা দানবীর রণদা প্রসাদ সাহার নিজ বাড়ি মির্জাপুর গ্রামে দুর্গা পূজামণ্ডপ পরিদর্শনে যান।

সেখানে তাকে স্বাগত জানান কুমুদিনী কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপ করেন।

তিনি বলেন, দানবীর রণদা প্রসাদ সাহাকে আমি আমার অন্তরের অন্তস্তল থেকে শ্রদ্ধা জানাই। এই এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবায় তার গুরুত্বপূর্ণ অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করি।

তিনি বলেন, দুর্গাপূজার উৎসবের আমেজে কুমুদিনী প্রাঙ্গণ ভরপুর হয়ে উঠেছে। এই উৎসবের আকর্ষণে সকল শ্রেণিপেশার মানুষ পূজা অনুষ্ঠানে যোগ দিচ্ছে। আমি পূর্বেও এ দেশে পূজা দেখেছি। এ বছর এই পূজা অনেক বেশি উৎসবমুখর বলে মনে হচ্ছে।

পরে মধ্যাহ্ন ভোজ শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল