• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে দুই সার ব্যবসায়ীর জেল জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১  

টাঙ্গাইলের ঘাটাইলে অতিরিক্ত দামে সার বিক্রি করায় দুই ব্যবসায়ীকে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার (৪ অক্টোবর) ঘাটাইল পৌর এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সোহাগ হোসেন।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন জানান, সারের সরকারি নির্ধারিত মূল্যের বেশি দাম রাখা, ক্রেতাদের ক্রয় রশিদ ও রেজিস্টার না থাকায় ঘাটাইল বাজারের সার ব্যবসায়ী মোঃ ফজলুকে ৪০ হাজার টাকা জরিমানা এবং সার ব্যবসায়ী জলিল কারীর দোকানের ম্যানেজার তোফাজ্জল হোসেনকে ১৫ দিনের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এসময় ঘাটাইল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম সরকার পিপিএম ও উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল