• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে পূজা উদযাপন কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময়

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১  

টাঙ্গাইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে জেলা পুলিশের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ লাইনস মিলনায়তনে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে বক্তব্যে রাখেন সহকারী পুলিশ সুপার নুসরাত এদীব লুনা, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি আনন্দ মোহন দে,সাধারণ সম্পাদক প্রদীব কুমার গুন ঝন্টু ও উজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সকল থানা অফিসার ইনচার্জগণ। বক্তারা করোনাকালীন সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন ও আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকার পরামর্শ দেন। যে কোনো তথ্য দ্রুত পুলিশকে জানাতে বলা হয়।


মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, জেলার ১২২৬ টি পূজা মন্ডপে আইনশৃঙ্খলা পরিবেশ সুষ্ঠ রাখতে প্রায় ৮শত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। প্রতিবারের ন্যায় এবারও উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল