• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:

পাচারের সময় ধনবাড়ীতে ৬৪ বস্তা সার জব্দ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১  

টাঙ্গাইলের ধনবাড়ী পৌর সভার ধনবাড়ী বাজারের সারের ডিলার হানিফ ট্রেডার্স থেকে কালো বাজারে বিক্রিকালে বিএডিসি’র ৬৪ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। 

সোমবার (৪ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সামিউল হক ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে পুলিশের উপস্থিতিতে চারটি অটোরিকশাসহ ৩২ বস্তা পটাশ ও ৩২ বস্তা ইউরিয়া সার জব্দ করেন। 

ধনবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিল্টন জানান, ধনবাড়ী বাজারের সারের ডিলার হানিফ ট্রেডার্স থেকে বিএডিসি’র ৬৪ বস্তা সার কালো বাজারে বিক্রি করে অটোরিকশায় পর্শ্ববর্তী জেলা জামালপুরের রামনগরে নিয়ে যাওয়ার সময় অটোরিকশা চালক রোমান মিয়া, শাহিদ মিয়া, শামীম হোসাইন ও সুমন মিয়াকে অটোরিকশাসহ জব্দ করা হয়। পরে অটোরিকশাসহ সারগুলো উপজেলায় নিয়ে আসা হয়। 

অটোরিকশা চালক রোমান মিয়া, শাহিদ মিয়া শামীম হোসাইন ও সুমন মিয়া জানান, জামালপুরের রামনগরের আয়নাল হোসেন নামের এক সার বব্যসায়ী আমাদের অটোরিকশায় জনপ্রতি ৪’শত টাকায় ভাড়া করে ধনবাড়ীর হানিফ ট্রেডার্স থেকে জামালপুরের রামনগরে নিয়ে আসতে বলে। এজন্য আমরা সারগুলো হানিফ ট্রেডাস থেকে নিয়ে যাওয়ার সময় উপজেলা প্রশাসন এসে জব্দ করে। 

এ ব্যাপারে ধনবাড়ী নির্বাহী অফিসার (ইউএনও) মো. সামিউল হক জানান, বিএডিসি’র সারের বস্তাগুলো পাচারকালে খবর পেয়ে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল