• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভূঞাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২১  

টাঙ্গাইলের ভূঞাপুরে খরিপ-২/২০২০-২১ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই, পাটের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজন উপজেলা পরিষদ হলরুমে ২৭৬ জন কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়।

এরমধ্যে ২৫৬ জন কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএসপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়া ২০ জন কৃষককে ৫ কেজি পাটের বীজ, ১০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমপিও সার ও প্রত্যেককে নগদ ২ হাজার ৬৩০ টাকা করে বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভূঞাপুর-গোপালপুর আসনের সংসদ সদস্য ছোট মনির। 

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলিফ নুর মিনি, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, কৃষি সম্পসারণ অফিসার রাশেদুল হাসান, উপজেলা কৃষক লীগের সভাপতি হযরত আলী প্রমুখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল