• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ভূঞাপুরে ৩ বালু ব্যবসায়ীকে কারাদন্ড

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১  

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলণ ও বিক্রির দায়ে ৩ জনকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
 
জানা যায়, উপজেলার কুঠিবয়রা বাজার এলাকায় যমুনা নদী থেকে বালু উত্তোলণ করে নদী রক্ষা গাইড বাঁধের উপরে বালু রেখে বিক্রি করে আসছিল। 

গত মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রনী অভিযান চালিয়ে ৩ বালু ব্যবসায়ীকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। 

দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার ফসলান্দি গ্রামের লিয়াকত আলী তালুকদারের ছেলে জাহিদুল (২৭), কুঠিবয়ড়া গ্রামের মাদারী জমাদ্দারের ছেলে শাহাদত জমাদ্দার (২১) ও একই গ্রামের জামাল সরকারের ছেলে ইয়াকুব সরকার (২৫)।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল