• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে বিনামূল্যে চিকিৎসা সেবা পেল ৩২০ জন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২১  

টাঙ্গাইলের ঘাটাইলে ৩২০ জন গরীব দুস্থ ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ শনিবার উপজেলার ধলাপাড়া ইউনিয়নের শহরগোপিনপুর ফাজিল মাদরাসায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
 
আলোক হেলথকেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালাক মোঃ লোকমান হোসেনের পক্ষ থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্পটির আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ৪ জন চিকিৎসক গরীর, দুস্থ ও অসহায় রোগীদের সার্বক্ষনিক চিকিৎসা সেবা প্রদান করেন। সেবা প্রদানকারী চিকিৎসকরা হলেন, ডাঃ মোহাম্মদ আলী,ডাঃ আসরাফিয়া আক্তার বৃষ্টি, ডাঃ উম্মে কুলছুম ও ডাঃ সিপন ।

মেডিক্যাল ক্যাম্পে জটিল রোগ সহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত রোগীদের দেখে চিকিৎসকরা ব্যবস্থাপত্র প্রদান করেণ। এ সময় আগত অসহায়, দুস্থ ও গরীব রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধও বিতরণ করা হয়। এ ছাড়াও রোগীদের রক্তের গ্রুপ পরীক্ষা, ডায়াবেটিস নির্ণয়ের পরীক্ষা সহ রক্তের বিভিন্ন পরীক্ষা বিনামূল্যে করা হয়।

মেডিক্যাল ক্যাম্পে আলোক হেলথকেয়ার এন্ড ফাউন্ডেশন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ লোকমান হোসেন, রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী মাসুদ, সিদ্দিকুর রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম এবং মাদরাসার শিক্ষক কর্মচারী ও আলোক হেলথ কেয়ার হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল