• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নাগরপুরে তেরাবেরা উৎসব অনুষ্ঠিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২১  

উৎসবমূখর পরিবেশে টাঙ্গাইলের নাগরপুরে অনুষ্ঠিত হলো প্রায় দুই শত বছরের প্রাচীন তেরাবেরা উৎসব।

প্রতিবছর ১৩ ভাদ্র বংশপরম্পরায় এ উৎসব পালন করে আসছেন স্থানীয়রা। ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতিটি বাড়িতেই আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করে আয়োজন করা হয়। পিঠেপুলির আর দুপুর গড়ালেই জলে হাজার হাজার নৌকা ভাসিয়ে আনন্দ উৎসবে মেতে উঠেন লাখো মানুষ।

টাঙ্গাইলের নাগরপুরের বারাপুষা এলাকার বাসিন্দারা বংশপরম্পরায় জমকালোভাবে আয়োজন করে থাকে প্রায় দুই শত বছরের প্রাচীন উৎসব- তেরাবেরা। দিনটি ঘিরে স্থানীয়রা শ্বশুরবাড়ি থেকে নাইয়র আনেন মেয়েকে। সঙ্গে জামাই ও তার পরিবার।

একইভাবে দাওয়াত করেন ছেলের শ্বশুরবাড়ির সবাইকে। রেওয়াজ অনুসারে নানা রকমের তাল পিঠাসহ আয়োজন করা হয় মুখরোচক গ্রামীণ খাবারের।

খাওয়াদাওয়া শেষে নদী ও বিলের জলে ভাসানো হয় নৌকা। নাচ-গান হই হুল্লোরে সবাই মেতে উঠেন প্রাণের উৎসবে। এই উৎসব ঘিরে এলাকাটি হয়ে উঠে মানুষের মিলন মেলা।

প্রতিবছর ভাদ্রমাসের ১৩ তারিখ এই দিনটির জন্য যেমন অপেক্ষায় থাকে এলাকাবাসী ও স্বজনরা, তেমনি অপেক্ষায় থাকেন দূরদূরান্তের দর্শনার্থীরা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল