• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে সালাম পিন্টুর ফাঁসির রায় কার্যকরের দাবি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ আগস্ট ২০২১  

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি সাবেক এমপি আব্দুস সালাম পিন্টুর মৃত্যুদন্ডর রায় কার্যকর করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগ।

শনিবার বিকালে মির্জাপুর ইউনিয়নের বড়শিলা উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নূরুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় এমপি ছোট মনির, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বড় মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ প্রমূখ।

বক্তারা দ্রুত গ্রেনেড হামলার আসামীদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

বিএনপি সরকারের সময় আব্দুস সালাম পিন্টু টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ছিলেন। উপমন্ত্রী থাকলেও তারেক রহমানের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো। গ্রেনেড হামলা মামলার রায়ে তাকে মৃত্যুদন্ড দেন আদালত।

২০০৪ সালে ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় মোট ৪৯ জন আসামি ছিলেন। যাদের মধ্যে ১৯ জনকে যাবজ্জীবন এবং ১৯ জনকে মৃত্যুদন্ড দেওয়া হয়। তাদের মধ্যে আব্দুস সালাম পিন্টুসহ ৩১ জন বর্তমানে কারাগারে আছেন।

আর তারেক রহমান এবং হারিছ চৌধুরীসহ ১৮ জনকে মামলার নথিতে পলাতক দেখানো হয়। বাকি তিনজনের অন্য মামলায় মৃত্যুদন্ড কার্যকর হওয়ায় গ্রেনেড হামলা মামলা থেকে তাদের বাদ দেওয়া হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল