• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাসাইলে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে সমাবেশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ আগস্ট ২০২১  

২১ আগস্ট  আওয়ামী লীগ ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গুলিস্তানের জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদ, মদদ দাতা ও জড়িত সবাইকে আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে বাসাইল উপজেলা আওয়ামীলীগের প্রতিবাদ  সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ আগস্ট) বিকেলে বাসাইল উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আলোচনা ও প্রতিবাদ সভা  অনুষ্ঠিত হয়েছে।
বাসাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউজ এর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে আজাদ খানশুরের সভাপতিত্বে
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সাত্তার জমাদার, রতন মিয়া, কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হবি, আওয়ামীলীগ নেতা ইয়াসিন খান, উপজেলা যুবলীগের আহবায়ক মশিউর রহমান বিদ্যুত, বাসাইল এমদাদ হামিদা ডিগ্রি কলেজের সাবেক ভিপি জাদিদুর রহমান খান রুনু, উপজেলা  ছাত্রলীগের সাবেক সভাপতি শিবলু আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্টের হামলাকারীরা এক ও অভিন্ন শক্তি। তাদের মূল লক্ষ্য বাংলাদেশকে পাকিস্তানের ধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া। দেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে হত্যা করা। ১৭ বছর অতিবাহিত হলেও ২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহ স্মৃতি জাতি আজও ভুলতে পারেনি। ভয়াল সেই হামলায় আওয়ামী লীগের ২৪ নেতা কর্মী নিহত হন। আহত হন পাঁচ শতাধিকেরও বেশি লোকজন। আহতদের অনেকেই এখনো তাদের শরীরে গ্রেনেডের স্প্লিন্টার আর দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল