• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে পৌঁছেছে আরও ৫৬ হাজার করোনার টিকা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ জুলাই ২০২১  

টাঙ্গাইলে এসে পৌঁছেছে চীনে উৎপাদিত করোনাভাইরাসের টিকার আরও ৫৬ হাজার ডোজ।

সোমবার বিকেলে টিকা বহনকারী দুটি ফ্রিজারভ্যান জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। পরে জেলা ভ্যাকসিন সংরক্ষণ টিম ভ্যাকসিনগুলো গ্রহণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান।

তিনি জানান, পঞ্চম ধাপে মোট ৫৬ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। ভ্যাকসিনগুলো জেলা ইপিআই সংরক্ষণাগারে সংরক্ষণ করা হয়েছে। ইতোমধ্যে ভ্যাকসিনের জন্য যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরই এই ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন সংরক্ষণাগারে সার্বক্ষণিক বিদ্যুৎ, ইন্টারনেট ও পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল