• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে বন্ধ কলকারখানা পরিদর্শনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১  

কঠোর লকডাউনে সরকারী নির্দেশনা মেনে টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলে বন্ধ কলকারখানা পরিদর্শন করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর্জা জুবায়ের হোসেন। সোমবার তিনি গোড়াই শিল্পাঞ্চলের বেশ কয়েকটি কারখানা তিনি পরিদর্শন করেন।

গোড়াই শিল্পাঞ্চলের সিবিএ নেতা মো. আশরাফ জানান, গোড়াই শিল্পাঞ্চলে ছোট বড় মিলে ২৫-৩০ মিলকারখানা রয়েছে। এসব মিলকারখানায় স্থানীয় এবং বিভিন্ন জেলা থেকে আসা প্রায় ৫০ হাজার শ্রমিক কাজ করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। কঠোর লকডাউনে ১৪ দিন মিলকারখানা বন্ধ থাকায় চরম বিপাকে পরেছেন এসব নিরীহ শ্রমিক কর্মচারী। বিপুল সংখ্যক শ্রমিক কর্মচারীদের মুখের দিকে তাকিয়ে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে অবিলম্বে মিলকারখানা চালু করার অনুরোধ জানিয়েছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মীর্জা মো. জুবায়ের জানান, গোড়াই শিল্পাঞ্চলের কমফিট কম্পোজিট নীট লিমিটেড, সাউথ ইস্ট টেক্্রটাইলস লি, নাহিদ কটন মিলস লি. খান গার্মেন্সসহসহ বিভিন্ন শিল্পকারখানা কারখানা পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনে দেখা গেছে, কঠোর লকডাউনে সরকারী নির্দেশনা মেনে মালিক পক্ষ প্রতিটি কারখানা বন্ধ রেখেছেন। কোন কারখানায় শ্রমিক কর্মচারী দেখা যায়নি এবং উৎপাদন বন্ধ। সুন্দর পরিবেশ বিরাজ করছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল