• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে কাটাখালি রেস্টুরেন্টসহ ২৮ ব্যাক্তি প্রতিষ্ঠানের জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ জুলাই ২০২১  

টাঙ্গাইলের ঘাটাইলে সরকার ঘোষিত লকডাউন অমান্য করায় রবিবার (২৫ জুলাই) বিকালে একটি কফি হাউজসহ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

এ সময় ২৮ জন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে ১৮ হাজার ২ শত টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্টেট ফারজানা ইয়াসমিন এই অভিযান পরিচালনা করেন।

ফারজানা ইয়াসমিন জানান, লকডাউন অমান্য করে উপজেলার দেওপাড়া ইউনিয়নের কাটাখালি ব্রীজের কাছে স্থাপিত স্বপ্নের জল কুটির কফি হাউজ এন্ড রেস্টুরেন্ট পরিচালনা করায় প্রচুর লোকসমাগম ঘটে। এ কারনে মালিক পক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং কফি হাউজটি বন্ধ করে দেয়া হয়।

এছাড়া লকডাউন অমান্য করার কারনে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ব্যাক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৮টি মামলা করা হয় এবং জরিমানা আদায় করা হয় বলে তিনি জানান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল