• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে সরকারি গাছ কেটে জেলে বাবু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ জুলাই ২০২১  

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের লক্ষীন্দা গ্রাম থেকে ২০টি সরকারি গাছ কাটায় অপরাধে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত একই ইউনিয়নের মহদীনগর গ্রামের জাহাঙ্গীর আলম খানের ছেলে হামিদুর রহমান বাবু (৩১) বলে জানা গেছে। 

এ ঘটনায় গত সোমবার (১৯ জুলাই) অজ্ঞাত বেশ কয়েকজনকে আসামি করে মির্জাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

জানা গেছে, গত ১০-১২ দিন আগে আনাইতারা ইউনিয়নের লক্ষীন্দা গ্রাম থেকে ২০টি আকাশমণি গাছ কেটে টুকরো টুকরো করে একই ইউনিয়নের মহদীনগর কুমেরপাড় এলাকায় এনে রাখা হয়। পরে গাছ কাটার বিষয়টি জানতে পেরে ইউএনও, এসিল্যান্ডকে অবগত করার পর নির্দেশনানুযায়ী সরেজমিন পরিদর্শন করে অজ্ঞাত বেশ কয়েকজনকে অভিযুক্ত করে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন আনাইতারা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারি মো. সাহাদত হোসেন।

মামলার পর থেকে অভিযানে নামে পুলিশ। পরে নিজ হেফাজতে গাছগুলো রাখার দায়ে হামিদুর রহমান বাবু নামের ব্যক্তিকে শনিবার (২৪ জুলাই) রাত ৯টার দিকে আটক করা হয়।

এ বিষয়ে মির্জাপুর থানার উপ-পরিদর্শক মো. মজিবর রহমান জানান, সরকারি গাছ কাটার অপরাধে তাকে আটক করে রোববার (২৫ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল