• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরের বিনোদন কেন্দ্রে ভ্রাম্যমান আদালতের অভিযান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

টাঙ্গাইলের সখীপুরে বিনোদন কেন্দ্রের পর্যটক, পথচারী ও বিভিন্ন দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন বাজারে এবং বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বহেড়াতৈল বিনোদন কেন্দ্র পৃথকভাবে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হা- মীম তাবাসসুম প্রভা। এ সময় উপস্থিত ছিলেন সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে সাইদুল হক ভূঁইয়া।
 
আদালত সূত্রে জানা যায়, চলমান লকডাউন অমান্য করে বিনোদন কেন্দ্র বেড়াতে আসা জনসাধারণ ও উপজেলার বিভিন্ন বাজারের দোকানিসহ  পথচারীদের জরিমানা করা হয়। পৃথকভাবে দুটি ভ্রামমান আদালতে ৫৫ টি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, লকডাউন অমান্য করার অপরাধে পৃথকভাবে ৫৫টি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লকডাউন বাস্তবায়ন করতে ভ্রাম্যমান আদালত চলমান থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল