• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

স্বল্পমুল্যে টিসিবির পণ্যে খুশি মির্জাপুরের গ্রামবাসী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ জুলাই ২০২১  

শুধু শহর নয়, গ্রাম পর্যায়ে মানুষের দোর গোড়ায় সেবা পৌঁছানোর লক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে জামুর্কি ইউনিয়ন এর আওতাই কদিম ধল্যা গ্রামে এই প্রথম ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে।

রবিবার (১৮ জুলাই) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে উপজেলার কদিম ধল্যায় এই পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেন ডিলার। এসময় এলাকার যুব সমাজ এর সহায়তাই ভোক্তাদের সামাজিক দুরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে এই টিসিবির পণ্য ক্রয় করতে সাহায্য করেন।

টিসিবির পন্যের মধ্যে রয়েছে সয়াবিনের তেল, চিনি, মসুরের ডাল। প্রতি জন ভোক্তা ৪লিটার সয়াবিনের তেল (প্রতি কেজি ৯০ টাকা ), ২ কেজি চিনি (প্রতি কেজি ৫০ টাকা) ২ কেজি মসুরের ডাল (প্রতি কেজি ৫০টাকা) মূল্যে কিনতে পারবেন।

সস্তায় টিসিবির পন্য কিনতে আসা ছমিরন বেগম বলেন আমি ঈদের আগে অল্প দামে সয়াবিন চিনি মসারির ডাল পেয়ে আমি খুব খুশি।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা যুবলীগের সদস্য মো ইসতিয়াক আহম্নেদ ইবলু বলেন এটা আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়নের চিত্র মানুষের দোরগোড়ায়। এই সেবা শহর থেকে গ্রামে পৌছে দিচ্ছে এবং এলাকাবাসীও অনেক খুশি। আমি চাই প্রত্যেক গ্রামে গ্রামে এই ধরনের সেবা পৌছে যাক। যাতে করে প্রতিটা নিম্ন আয়ের মানুষ এই সেবা পায়। মির্জাপুরে সল্প মুল্যে টিসিবির পন্য পেয়ে খুশি এলাকাবাসী।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল