• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে ভূ-গর্ভস্থ পানি পরিশোধনাগার স্থাপন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ জুলাই ২০২১  

টাঙ্গাইলের গোপালপুরে ভূ-গর্ভস্থ পানি পরিশোধনাগার স্থাপন করা হয়েছে। শুক্রবার (১৬ জুলাই) সকালে পৌরশহরের স্বাধীনতা কমপ্লেক্সের পেছনে নির্মাণকৃত স্থাপনাটি উদ্বোধন করেন পৌরমেয়র রকিবুল হক ছানা। ৫ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয়ে ৪৮ লক্ষ লিটার পানির ধারণ ক্ষমতা সম্পন্ন এটি ঘন্টায় ১ লক্ষ ৮০ লিটার পানি পরিশোধন করতে পারবে।

থানা সদর ও গ্রোথ সেন্টারে অবস্থিত পৌরসভাসমূহে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এটি বাস্তবায়ন করে।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রেদওয়ান আহমেদ ও পৌর প্রকৌশলী জাহিদ হাসানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল