• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে কঠোর লকডাউন মানাতে মাঠে উপজেলা প্রশাসন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ জুলাই ২০২১  

সরকারী ঘোষিত ১লা জুলাই থেকে  সারাদেশে ১ সপ্তাহের কঠোর লকডাউনের প্রথম দিনে টাঙ্গাইলের ঘাটাইলের জনগণকে বিধি নিষেধ মানাতে মাঠে রয়েছে উপজেলা প্রশাসন পুলিশ ও সেনাবাহিনী।  বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার প্রধান সড়কে ছিলনা কোন যানবাহন দোকানপাট বন্ধ ছিল পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।  উপজেলার বিভিন্ন বাজার এলাকায় অন্যান্য দিনের মতো আজ মানুষের ভীড় দেখা যায়নি, দোকানপাটও বন্ধ থাকতে দেখা গেছে। সকাল থেকেই সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের লোকজন। সেনাবাহিনীর সদস্যরাও লকডাউন কার্যকর করতে আলাদাভাবে টহল প্রদান করে। 

 

এসময় জরুরি প্রয়োজন ছাড়া যারা সড়কে বেরিয়েছেন তাদের পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। ভ্রাম্যমান আদালতের কাছে গুনতে হয় জরিমানা। উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারের নেতৃত্বে স্থানীয় প্রশাসনের একটি টিম লকডাউন কার্যকর করতে উপজেলা সদর সহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মোসা: ফারজানা ইয়াসমিন, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার সরকারি বিধি নিষেধ অমান্য করার কারনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১ জনকে জরিমানা করেন। তাদের কাছ থেকে ৬ হাজার ৪ শত  টাকা জরিমানা আদায় করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল