• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:

ঘাটাইলে রফিকুলের ৪ সদস্যের পরিবারের ৩ জনই প্রতিবন্ধী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৭ জুন ২০২১  

টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পাকুটিয়া ঝুনকাইল মধ্যপাড়ার সৈয়দ আলির ছেলে রফিকুল ইসলাম। এক ছেলে এক মেয়ে নিয়ে তাদের ৪ সদস্যের সংসার। শুনতে ভালো শোনা গেলেও আসলে তারা কেউ ভালো নেই। কারন তাদের ৪ জনের ৩ জনই শারীরিক ও মানসিক ভারসাম্যহীন।

পরিবারের সুস্থ একমাত্র ছেলে মানুষের সহযোগিতায় এবার এসএসসি পরীক্ষার্থী। আর ছোট মেয়েটি জন্ম থেকেই হয়েছে প্রতিবন্ধী। রফিকুল মানসিক ভারসাম্যহীন হলেও আগে মানুষের বাড়ি বাড়ি কাজ করে কোনো রকমে স্ত্রী-সন্তানের মুখে দুবেলা খাবার তুলে দেয়ার ব্যবস্থা করতে পারলেও হঠাৎ এক দুর্ঘটনায় তার একটি হাত ভেঙ্গে যায়। হাতের মধ্যে রড ঢুকানো থাকায় এখন আর ভারি কোনো কাজ করতে পারে না।

অপরদিকে রফিকের স্ত্রীও মানুসিক ভারসাম্যহীন। নিজের ভালোই বোঝেনা যে নারী সে কি ভাবে বুঝবে অসুস্থ ও মানসিক ভারসাম্যহীন স্বামী ও আরেক প্রতিবন্ধী মেয়ের সমস্যা।

জানা যায়, গেলো ঝড়ে ভেঙে গেছে স্ত্রী ও দুই সন্তান নিয়ে রফিকুলের মাথাগোজার একমাত্র ঘরটিও। এ যেনো মরার উপর খরার ঘা। তারপর থেকেই গত দু’বছর যাবত মানবেতর জীবনযাপন করছে রফিকুলের এই পরিবারটি। দুবেলা খাবারই যাদের জোটেনা তারা কি ভাবে ঠিক করবে একমাত্র থাকার ঘরটি।

আপাদত প্রতিবেশীর বারান্দায় থাকার স্থান হলেও বৃষ্টি হলে স্ত্রী-সন্তান নিয়ে সারারাত বসেই কাটাতে হয় তাদের।

রফিকুলের পরিবার ও প্রতিবেশিরা জানায়, সরকার ও সমাজের বিত্তশালীরা যদি তাদের পাশে দাঁড়িয়ে রফিকুলের থাকার ঘরটি মেরামত করে দিতো তবে এই বৃষ্টির দিনে তাদের এত কষ্ট করা লাগতো না। স্ত্রী-সন্তান নিয়ে মানুষের বাড়ি বাড়ি থাকতে হতো না। এদের কষ্ট দেখে নিজেদেরই খুব খারাপ লাগে। দোয়া করি আল্লাহ যেনো এদের প্রতি রহম করেন। সমাজের হৃদয়বান মানুষগুলো যেনো এদের পাশে দাঁড়ায়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল