• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

লকডাউনে অগ্রনী ভূমিকা পালন করছে মির্জাপুর হাইওয়ে থানা পুলিশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ জুন ২০২১  

সরকার কর্তৃক ঘোষিত কঠোর লক ডাউন এর আওতায় গাজীপুরসহ ৭টি জেলায় লক ডাউন কার্যকর এর অংশ হিসেবে অগ্রনী ভূমিকা পালন করতেছে মির্জাপুর হাইওয়ে থানা পুলিশ।

 ২২ শে জুন মঙ্গলবার ঢাকা-টাঙ্গাইল মহা সড়কের গাজীপুর হতে টাঙ্গাইলের প্রবেশমুখে মির্জাপুর গোড়াই এলাকায় চেকপোষ্ট বসানো হয়েছে। করোনা জনসচেতনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারা।

এ বিষয়ে মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, সরকার কর্তৃক ঘোষিত লক ডাউনের আওতায় গাজীপুরসহ ৭টি জেলায় লকডাউনের কার্যকর এর অংশ হিসেবে টাঙ্গাইল জেলার পূর্ব প্রান্ত তথা গাজীপুর জেলার প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়ে করোনা প্রতিরোধে মাস্ক পরিধান ও সচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং করা হচ্ছে। এছাড়া টাঙ্গাইল সহ বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা গন পরিবহন গাজীপুরে ডুকতে দেওয়া হচ্ছে না। অনুমোদিত পন্য পরিবহন যানবাহন ছাড়া সকল যানবাহন উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। হাইওয়ে পুলিশের সাথে গাজীপুর জেলা পুলিশ সম্মিলিত হয়ে কাধে কাদে মিলিয়ে করোনা প্রতিরোধে সরকারের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল