• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মধুপুরে রপ্তানিযোগ্য নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক প্রশিক্ষন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ জুন ২০২১  

টাঙ্গাইলের মধুুপুরে রপ্তানিযোগ্য নিরাপদ সবজি উৎপাদন, সংগ্রহ,  সংগ্রহোত্তর ব্যবস্থাপনা কৃষক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং সরবরাহকারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ জুন) সকালে উপজেলার কুড়াগাছা বাজারে প্রশিক্ষনে উপ-সহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার সরকারের সঞ্চালনায় মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি বক্তব্য রাখেন এপিবিপিসি’ কো- অডিনেটর ও বাণিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম- সচিব মোঃ আব্দুর রহিম খান। 

প্রশিক্ষনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উদ্ভিদ সংগ নিরোধ উইং এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃশামসুল আলম, বিএফভিএপিইএ  এর উপদেষ্টা মোঃ মঞ্জুরুল ইসলাম, বিএফভিএপিইএ এর ট্রেনিং কো- অডিনেটর কৃষিবিদ দীনেন্দ্রনাথ সরকার। এ সময় বিদেশে সবজি রপ্তানি বিষয়ে প্রশিক্ষনে আলোচনা করা হয়। প্রশিক্ষনে ৫০ জন কৃষক অংশগ্রহন করে। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল