• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে করোনা বুথ স্থাপন করে নমুনা সংগ্রহ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ জুন ২০২১  


টাঙ্গাইলের কালিহাতী পৌর এলাকায় করোনা সংক্রমণের হার বেশি হওয়ায় করোনা টেস্টে জনগণকে উৎসাহিত করতে বিশেষ বুথ স্থাপন করে নমুনা সংগ্রহ করা হয়েছে।

বুধবার (৯ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় কালিহাতী পৌরসভার চাটিপাড়া এলাকায় ভারত ফেরত একজন করোনা পজেটিভ হওয়ায় এবং ওই এলাকায় সংক্রমণের হার বেশি থাকায় বিশেষ বুথ স্থাপন করে দিনব্যাপী বিনামূল্যে ৩৩ জনের এন্টিজেন নমুনা সংগ্রহ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উম্মে রুমান সিদ্দিকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম ও স্থানীয় কাউন্সিলর আবু বকর প্রমুখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল