• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মধুপুরে ভেজাল জর্দা ও আইসক্রিম কারখানায় অভিযান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩ জুন ২০২১  

টাঙ্গাইলের মধুপুর উপজেলা সদরে একটি ভেজাল জর্দা ও একটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভেজাল জর্দা ও আইসক্রিম তৈরি করে বিক্রির অপরাধে দুই কারখানার মালিককে দেড় লাখ টাকা জরিমানাও করা হয়।
মধুপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমা ইয়াসমিনের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই দণ্ড দেন। এছাড়াও ভেজাল পণ্য তৈরির অপরাধে কারখানা দুইটি সিলগালাও করা হয়েছে।
অভিযানে বর আইসক্রিম কারখানার মালিক সিরাজগঞ্জ জেলা সদরের মো. রফিকুল ইসলামের ছেলে মো. মোস্তাকিন হোসাইনকে (৩০) এক লাখ ও রতন পাতি জর্দা কারখানার মালিক মধুপুর উপজেলা সদরের টেংরী গ্রামের আছব আলীর ছেলে মো. রাসেল মিয়াকে (৪৫) পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং কারখানা দুইটি সিলগালা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন জানান, ভেজাল জর্দা ও আইসক্রিম তৈরি পূর্বক বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় দুইটি কারখানার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এসময় অভিযান পরিচালনাকালে র‌্যাব-১২’র সিপিসি-৩’র টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান সহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল