• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মেডিসিনমুক্ত আনারস চাষে বিপ্লব ঘটাচ্ছেন মধুপুরের চাষিরা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ মে ২০২১  

টাঙ্গাইলে মেডিসিনমুক্ত আনারস চাষে বিপ্লব ঘটাচ্ছেন মধুপুর হলুদিয়া গ্রামের আনারস চাষি নজরুল ইসলাম, আউসনারা গ্রামের আনারস চাষি কৃষিবিদ কামরুজ্জামান জুয়েল, আব্দুল্লাহ আল মামুন, আউসনারা গ্রামের হুরমুজ, আবুল কাশেম, সহ স্থানীয় আনারস চাষিরা।

আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে এবং আর্থিকভাবে লাভবান হওয়ার আশা করছেন এ চাষিরা।

মধুপুর উপজেলা কৃষি অফিসের তথ্যমতে জানা যায়, মধুপুর উপজেলায় এ বছর ৬ হাজার ২’শত হেক্টর জমিতে আনারস চাষাবাদ হয়েছে।

মেডিসিনমুক্ত আনারস চাষে বিপ্লবের উদ্যোক্তা মধুপুর হলুদিয়া গ্রামের আনারস চাষি নজরুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, প্রায় বিশ বিঘা জমিতে ছিয়াত্তর হাজার জলডুগি এবং পঁচিশ হাজার ক্যালেন্ডার জাতের আনারস চাষ করেছে। এ পর্যন্ত তার খরচ হয়েছে পাঁচ লাখ টাকা। এবছর ৫-৬ বিঘা জমির আনারস পাকা শুরু হয়েছে জুন-জুলাই পর্যন্ত বিক্রি করতে পারবে। বাকি জমির আনারস চাষে আরো খরচ হবে প্রায় পাঁচ লাখ টাকা। বাকি আনারস ২০২২ সালে বিক্রি করতে পারবে।

তিনি বলেন, যদি ভালো ফলন হয় এবং আনারসের ভালো দাম থাকে তা হলে ১ বছরে বিশ-পঁচিশ লাখ টাকার আনারস বিক্রি করতে পারবেন তিনি।

আউসনারা গ্রামের আনারস চাষি কৃষিবিদ কামরুজ্জামান জুয়েল, আব্দুল্লাহ আল মামুন, আউসনারা গ্রামের হুরমুজ, আবুল কাশেম, কৃষক হেলাল উদ্দিন সহ স্থানীয় আনারস চাষিরা জানান, ২০১৪ সাল থেকে মধুপুরের মেডিসিনমুক্ত আনারস চাষ শুরু করে। মেডিসিনমুক্ত আনারস করতে গিয়ে শুরুতেই মোটা অঙ্কের টাকা ক্ষতির মুখে পড়েছেন। এতে তারা হতাশ হলেও ভেঙে পড়েননি, কারণ বিষমুক্ত আনারসের চাহিদা ধীরে ধীরে বেড়ে চলেছে। আনারসের অতীত ঐতিহ্য আবার ফিরে আসবে বলে আশা করছেন মধুপুরে মেডিসিনমুক্ত আনারস চাষের সাথে সংশ্লিষ্টরা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল