• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাসাইলে ‘ধান কাটা’ শ্রমি‌কের সাথে ঈদ উদযাপন করল চেয়ারম্যান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ মে ২০২১  

ধান কাটা মৌসু‌ম চলছে। এসময় দেশের উত্তর অঞ্চলসহ দে‌শের বি‌ভিন্ন জেলা থেকে হাজার হাজার ধান কাটা শ্রমিকের আসে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলাগুলোতে। তারমধ্য জেলার সখীপুর, বাসাইল, মির্জাপুর, দেলদুয়ার বেশি শ্রমিকের আনাগোনা দেখা যায়। তাই প্রতিবা‌রের মতো তার ব‌্যতিক্রম হয়নি। পরিবার ছেড়ে ধান কাটতে আসছেন তারা। কিন্তু ঈদে বাড়ি ফিরতে পারেনি শ্রমিকরা।

পরে গত বৃহস্পতিবার ঈদুল ‌ফিত‌রের আগের রা‌তে জেলার বাসাইল বাসস্ট‌্যান্ড চত্বর ও শহীদ মিনার চত্ব‌রে ক‌য়েক শতা‌ধিক শ্রমি‌কের সমাগম। শুক্রবার ঈদের দিন হওয়ায় কোন কাজের সন্ধান মেলেনি তাদের। পরে পৌর শহরের কে‌ন্দ্রীয় শহীদ মিনার, হাসপাতাল, উপ‌জেলা প‌রিষদ ভবন সহ বি‌ভিন্ন স্থা‌নে রা‌ত্রিযাপন ক‌রেন ও ঈ‌দের দিন সকা‌‌লে তারা অনাহা‌রে, অর্ধাহা‌রে শহীদ মিনা‌র প্রাঙ্গ‌ণে এসে ক্ষুধার তাড়নায় সমাবেত হতে শুরু করেন।

এরপর ঈ‌দের দি‌নের আনন্দ‌কে সবার মা‌ঝে ভাগ ক‌রে নি‌তে ঈদের দিন বিকালে উপ‌জেলা প‌রিষ‌দ, উপ‌জেলা প্রসাশন, মানবা‌ধিকার ক‌মিশন বাসাইল শাখা ও  পৌরসভার সহ‌যো‌গিতায় তিনশ শ্রমি‌কের মা‌ঝে ঈ‌দের দি‌নের উন্নত খাবার প‌রি‌বেশন করা হয়।

এসময় উপ‌‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প‌রিষ‌দ চেয়ারম‌্যান কাজী অ‌লিদ ইসলাম, পৌর মেয়র বীর মু‌ক্তি‌যোদ্ধা আব্দুর র‌হিম আহ‌মেদ , প‌্যা‌নেল মেয়র বাবুল আহ‌মেদ, বাংলা‌‌দেশ মানবা‌‌ধিকার ক‌মিশ‌ন বাসাইল শাখার সাধারন সম্পাদক সাইদুল ইসলাম দিপু, যুগ্ন-সাধারন সম্পাদক শরীফুজ্জামান, ‌‌পৌর শাখার সহ-সভাপ‌তি আব্দুর র‌হিম মিয়া, সহ-সভাপতি গফুর মিয়া, বাসাইল ব্লাড ডোনেশন ক্লা‌বের সভাপ‌তি শি‌শির আহ‌মেদ সহ ‌বি‌‌ভিন্ন প্রিন্ট ও ই‌লেকট্রনিক মি‌‌ডিয়ার সাংবা‌দিকবৃন্দ।

এ বিষয়ে  উপে‌জেলা চেয়ারম‌্যান কাজী অ‌লিদ ইসলাম ব‌‌‌লেন, প‌রিবার প‌রিজন ছে‌ড়ে তারা আমা‌দের অঞ্চ‌লে ধান কাট‌তে এ‌সে‌ছে। আজ ঈ‌দের দি‌নে তা‌দের মু‌খে খাবার ত‌ু‌লে দি‌তে পে‌রে আম‌রা স‌ত্যিই আনন্দ‌তি। ফেজবু‌কে খবর‌টি জান‌তে পে‌রে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌রের সা‌থে পরামর্শ ক‌রে আমরা এই ‌সিদ্ধান্ত গ্রহণ ক‌রে‌‌ছি। এরআগে সকালে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদের পক্ষ হতে বাসস্ট্যান্ডে অবস্থানরত শ্রমিকের মাঝে শুকনা খাবার সরবরাহ করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল