• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নাগরপুরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের খাদ্য সামগ্রী বিতরন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১০ মে ২০২১  

টাঙ্গাইলের নাগরপুরে দ্বিতীয় দফা করোনার প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারকে ঈদ উপলক্ষ্যে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নাগরপুর উপজেলা শাখা। শনিবার সকালে উপজেলার বিভিন্ন গ্রামে এ খাদ্যসামগ্রী নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের একটি দল। উপহার স্বরূপ খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে চাল, ডাল, তৈল, লবণ, আলু, চিনি, সেমাই রয়েছে।

উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মো. জাকির হোসেন বলেন, করোনা মহামারিতে পরিস্থিতির শিকার কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী উপহার দেয়া হচ্ছে। তাই সকল কে একসাথে হাতে হাত রেখে এ মহামারি মোকাবেলায় কর্মহীন পরিবার গুলোকে খাদ্য সামগ্রী দিতে সকলের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারন সম্পাদক মো. রিপন মিয়া, সহ-সভপতি কাজী মশিউর রহমান অলেছা, যুগ্ন সাধারন সম্পাদক মো. সুমন আহাম্মেদ,সাংগঠনিক সম্পাদক হাসিবুল হাসান (শান্ত) মো. জামাল, মো. আজাদসহ উপজেলার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতা কর্মিরা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল