• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মধুপুরে কালবৈশাখীর হানা, ব্যাপক ক্ষতি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২১  

টাঙ্গাইলের মধুপুরে হঠাৎ করেই দমকা ও ঝড়ো হাওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাঁচা-পাকা ঘর ভেঙে পড়াসহ উড়ে গেছে টিনের চালা। কলা, কাঁঠাল, আম, লিচুর ফলনের ক্ষতি হয়েছে। এছাড়া বোরো ধানের ফসলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) ভোর রাতে মধুপুরে কালবৈশাখীর এ ঝড় বয়ে যায়। মাত্র ৪-৫ মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঝড়ের তাণ্ডবে অনেক কাঁচা-পাকা ঘরই ভেঙে পড়েছে। এমনকি ঘরের টিনের চালাও উড়ে গেছে। এছাড়া কলা গাছ, কাঁঠাল গাছ, আমের মুকুল ও লিচুর ফলনেরও ক্ষতি হয়েছে। ঝড়ে বোরো ধানের ফসলও তছনছ হয়েছে। কোথাও কোথাও গাছ উপড়ে পড়ে গেছে। সেই সঙ্গে কোন কোন এলাকাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত খহচ্ছে। বাতাসে বিদ্যুত খুঁটি ভেঙে পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বৈশাখের শুরুতেই হঠাৎ করে কালবৈশাখীর হানায় আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ।

মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু বলেন, ‘উপজেলার ভবানীটেকী, কুন্দার পাড়, মসজিদচালা, ব্রাহ্মনবাড়ী, কুঁঠাল পাড়া, বিষ্ণাইপালসহ আশে পাশের এলাকায় এই ঝড় আঘাত হানে। মাত্র ৪-৫ মিনিট ঝড় হলেও ক্ষয়ক্ষতির পরিমান অনেক! ঝড়ে ঘরবাড়ি, গাছপালা, বৈদ্যুতিক লাইন, মৌসুমি ফলসহ ফসলেরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকার অনেক কাঁচা-পাকা টিনের ঘরবাড়ি ভেঙে পড়েছে। অনেক গাছপালাও উপড়ে গেছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল