• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ধনবাড়ীতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১  

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলাবাসীকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে উপজেলা প্রশাসন তাদের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রেখেছে।
 
শনিবার (১৭ এপ্রিল) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মো. হাফিজুর রহমান। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১টি মামলায় বিভিন্ন দোকান ব্যবসায়ী ও পথচারীদের মুখে মাস্ক না ব্যবহার করায় ৫৮’শত টাকা জরিমান করেন। এসময় তাকে সহযোগিতা করেন সার্টিফিকেট পেশকার মো. শাহ-আলম ও পুলিশ সদস্যরা। এছাড়াও উপজেলার ভাইঘাট বাজারের তোহাবাজারের দোকানগুলোকে পার্শ্ববর্তী স্কুল মাঠে স্থানান্তর করেন।


নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে সরকার ঘোষিত লকডাউন চলছে।তাই সবাইকে সচেতন করতে সরকারী সিন্ধান্ত অনুয়ায়ী আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল