• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

একুশে আগস্ট : নানা কর্মসূচিতে পালন করবে আ.লীগ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ আগস্ট ২০২২  

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আজ রবিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হবে। এছাড়া সকাল ১০টা ১৫ মিনিটে ২১ আগস্টের নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করার পাশাপাশি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের স্বাস্থ্যবিধি মেনে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এদিকে গ্রেনেড হামলা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউর আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল শনিবার ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ২১ আগস্টের কর্মসূচি উপলক্ষে যানজট পরিহারের লক্ষ্যে রাজধানীর প্রেস ক্লাব, পল্টন ও জিরো পয়েন্ট এলাকায় যান চলাচল সীমিত থাকবে। ফলে ওই রাস্তাগুলোতে আজ রবিবার সকাল ৯টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত ট্রাফিক ডাইভারশন চলবে। ওই এলাকায় চলাচলের ক্ষেত্রে নগরবাসীকে ভিন্ন রাস্তা ব্যবহারের অনুরোধ করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল