• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

পোল্যান্ডের ২ নাগরিকের বিনা অনুমতিতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪  

ভ্রমণের অনুমতি না থাকার পরও বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালিয়েছেন পোল্যান্ডের দুইজন নাগরিক। তবে নিয়ম মেনে না আসায় তাদের দেশের ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি কাস্টমস কর্তৃপক্ষ ও ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোটরসাইকেলে বাংলাদেশ-ভারত সীমান্তের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে আসেন ঐ দুই পোল্যান্ডের নাগরিক। অনুমতি না পাওয়ার পরও তারা সীমান্ত ত্যাগ করেননি। বর্তমানে দুই পোলিশ নাগরিক বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য লাইনে গ্যালারিতে বসে আছেন। বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষ, ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, দুই পোলিশ নারী-পুরুষকে বারবার চলে যেতে বললেও তারা কারো কথা শুনছেন না।