• শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৬ রবিউস সানি ১৪৪৬

রোহিঙ্গা বিষয়ে আসিয়ানে কার্যকর ভূমিকা রাখতে ঢাকার আহ্বান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৪  

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোহিঙ্গা ইস্যুতে টেকসই ও স্থায়ী সমাধানের জন্য সিঙ্গাপুরকে আসিয়ানে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
ঢাকায় সিঙ্গাপুরের নবনিযুক্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স মিচেল লি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার কাছে লেটার অব কমিশন (এলওসি) পেশ করার সময় তিনি এ আহ্বান জানান।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকটের একমাত্র স্থায়ী সমাধান হচ্ছে তাদের মিয়ানমারে তাদের প্রত্যাবাসন।
এ সময় উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, আইসিটি খাতে সহযোগিতা, শিক্ষা, পর্যটন, জ্বালানি, দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি প্রেরণ, পরিচ্ছন্ন জ্বালানি, জ্বালানি সরবরাহ চেইন ও সরকারি কর্মচারীদের প্রশিক্ষণ কর্মসূচিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
পররাষ্ট্র উপদেষ্টা পারস্পরিক স্বার্থে আইটি স্টার্ট আপ এবং ইলেকট্রনিক্সের ক্ষেত্রে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের ওপর জোর দেন।
বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা সহজ করতে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনার সময় পররাষ্ট্র উপদেষ্টা সিঙ্গাপুরের সাথে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তৌহিদ হোসেন লি’কে তার নতুন দায়িত্বে বাংলাদেশে স্বাগত জানান এবং বাংলাদেশে তার মেয়াদকালে তাকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।