• শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৬ রবিউস সানি ১৪৪৬

বিমসটেকভুক্ত রাষ্ট্রদূতদের বৈঠক অনুষ্ঠিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৪  

রাজধানীর গুলশানে বিমসটেকভুক্ত রাষ্ট্রদূতদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ২টা ৩০ মিনিটে গুলশানের কার্যালয়ে বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পান্ডের সঙ্গে আগত রাষ্ট্রদূতদের এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ২০ থেকে ২৫ জন রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন- পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা, মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল, থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোহ, শ্রীলংকার হাইকমিশনার ধর্মপাল ভিরাক্কোদি। আরো উপস্থিত ছিলেন- বিমসটেকের পরিচালক (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিভাগ) শেওয়াং দরজি টি, বিমসটেকের পরিচালক (যোগাযোগ বিভাগ) কিরণ শাক্য, বিমসটেকের পরিচালক (সিকিউরিটি বিভাগ) প্রশান্ত চন্দ্রন ও সিনিয়র সহকারী সচিব (বিমসটেক) আসিফা‌ আশরাফী।