• সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৬

গুজবে কান না দিতে সীমান্তের সংখ্যালঘুদের প্রতি বিজিবি`র আহবান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৪  

দেশের চলমান পরিস্থিতিতে কোন প্রকার গুজবে কান না দিতে জয়পুরহাট সীমান্তের সংখ্যালঘুদের প্রতি আহ্বান জানানো হয়েছে। 
সীমান্তের সংখ্যালঘুদের মাঝে স্বস্তি ফেরাতে ১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়।
আজ সোমবার সকাল ১১টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ভানাই কুশলিয়া গ্রামের সিংপাড়া গোবিন্দ  মন্দির ও হরিবাসর চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় পতœীতলা ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো.  হামিদ উদ্দিন এ আহ্বান জানান। 
লোকজনের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা কোন প্রকার গুজবে কান দিবেন না। জয়পুরহাটে এখন পর্যন্ত সংখ্যালঘুদের উপর কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি বলেন, ‘আপনাদের জানমাল রক্ষায় ও সহযোগিতা করতে বিজিবি সদস্যরা প্রস্তুত আছে এবং সব সময় আপনাদের পাশেই থাকবে।’
সভায় ১৪ বিজিবি'র ভুটিয়াপাড়া ক্যাম্প কোম্পানি কমান্ডার শাহ আলম বক্তৃতা করেন।
শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।