• সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ১ ১৪৩১

  • || ১১ রবিউল আউয়াল ১৪৪৬

অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৪  

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টার মধ্যে দপ্তর বন্টন করা হয়েছে। এর মধ্যে বিধান রঞ্জন রায় দায়িত্ব পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং সুপ্রদীপ চাকমা পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত আজ এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গত বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ সরকারের ১৭ সদস্যের মধ্যে ১৩ জন ওইদিন শপথ নিলেও ৩ জন ঢাকার বাইরে থাকায় ওই দিন শপথ নিতে পারেননি। তাদের মধ্যে বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা আজ দুপুরে শপথ নিয়েছেন। ফারুক-ই-আজম এখনো শপথ নেননি।