• রোববার ০৩ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৮ ১৪৩০

  • || ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নভেম্বরে জেদ্দা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৩  

সৌদি আরবের জেদ্দায় আগামী ৬ থেকে ৮ নভেম্বরের আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দা সফরে যেতে পারেন। মুসলিম দেশগুলোর জোট ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং সৌদি সরকার এই সম্মেলনের আয়োজন করছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করে আসন্ন সম্মেলনের আমন্ত্রণপত্র পৌছে দেন। এই সময় প্রধানমন্ত্রী ইতিবাচক সম্মতি প্রকাশ করেন।

গত মার্চে মৌরিতানিয়ায় অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আন্তর্জাতিক নারী সম্মেলন করার সিদ্ধান্তকে সৌদি আরব স্বাগত জানিয়ে সম্মেলনের স্বাগতিক দেশ হয়েছে। এই সম্মেলনে ইসলাম ধর্মে নারীর অধিকার বিষয়ে যা বলা আছে সে বিষয়ে প্রাধাণ্য দেওয়া হবে। বিশেষ করে ইসলাম ধর্মে নারীর শিক্ষা এবং কাজ সম্পর্কে যা বলা আছে আসন্ন সম্মেলনে তা উপস্থাপন করা হবে।

এদিকে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইয়েনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৪ অক্টোবর ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেল সফরে যাবেন। সেখানে আগামী ২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত ইইউ’র গ্লোবাল গেটওয়ে ফোরামের বৈঠকে অংশ নিবেন। সফর শেষে আগামী ২৭ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই বিষয়ে রোববার পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক ব্রিফিং করার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সফরে নবায়নযোগ্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইইউ এর ঋণদাতা সংস্থা– ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) এর সঙ্গে ৩৯৫ মিলিয়ন ইউরোর আর্থিক সহায়তা চুক্তি হওয়ার সম্ভাবণা রয়েছে। যার মধ্যে অনুদান হিসেবে ৪৫ মিলিয়ন ইউরো এবং বাকি ৩৫০ মিলিয়ন ইউরো ঋণ হিসেবে দিবে ইআইবি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল