• শুক্রবার ২৯ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

এক বছরে ৬ শতাংশে নামবে মূল্যস্ফীতি: পরিকল্পনা প্রতিমন্ত্রী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৩  

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, আগামী এক বছরের মধ্যে সার্বিক মূল্যস্ফীতির হার আগের মতো ৬ শতাংশে নেমে আসবে। আর আগামী অক্টোবর-নভেম্বর মাসের মধ্যেই খাদ্য মূল্যস্ফীতি কমতে শুরু করবে।

মঙ্গলবার বিশ্বব্যাংক আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের জন্য মধ্যম আয়ের দেশের ফাঁদ এড়ানো: কোরিয়া থেকে শিক্ষণীয়’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।  

শামসুল আলম বলেন, মূল্যস্ফীতি এখন বড় আলোচনার বিষয়। সবাই এটি নিয়ে চিন্তিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক থেকে পলিসি রেট বাড়ানো হয়েছে। চাহিদা কমাতেও উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার থেকে আরও নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। 

তিনি আরও বলেন, বাড়তি পণ্যমূল্যের দায় সরকারকে দেওয়া যায় না। অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর পেছনে বাহ্যিক কারণও ভূমিকা রেখেছে। বৈশ্বিক বাজারে দাম বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ বাজারেও দাম বেড়েছে। 

শামসুল আলম বলেন, মধ্যম আয়ের দেশের ফাঁদ এড়িয়ে উচ্চ আয়ের দেশে উন্নীত হতে বাংলাদেশ কোরিয়া থেকে শিক্ষা নিতে পারে। উদ্ভাবন, দক্ষ শ্রমিক ও উচ্চ উৎপাদনশীলতার মাধ্যমে এই ফাঁদ এড়ানো যাবে বলে মত দেন তিনি। 

উচ্চ আয়ের দেশে উন্নীত হতে বাংলাদেশের উৎপাদন খাতকে শক্তিশালী করার পরামর্শ দেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। তিনি বলেন, এ জন্য দক্ষ মানবশক্তি ও প্রযুক্তির ব্যবহার বাড়ানো গুরুত্বপূর্ণ। 

বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, মধ্যম আয়ের ফাঁদ এড়াতে সামষ্টিক অর্থনৈতিক নীতি প্রণয়নের কাজ রাজনীতিমুক্ত হতে হবে। শক্তিশালী করতে হবে সরকারি প্রতিষ্ঠানগুলোকে।

বিশ্বব্যাংকের কর্মকর্তা হুন সাহিব সুহ বলেন, মধ্যম আয়ের ফাঁদ এড়াতে শিল্প খাতে প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছিল কোরিয়া। মানবসম্পদ উন্নয়নে কোরিয়ায় কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) চেয়ারম্যান ড. জায়েদি সাত্তার, নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল