• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বিজিবি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: ডিজি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদা প্রস্তুত বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান।

রোববার বিজিবির কুষ্টিয়া সেক্টরের অধীন বিভিন্ন ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা পরিদর্শনের সময় সদস্যদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা জানান।

বিজিবি মহাপরিচালক গত শনিবার থেকে দু’দিনে কুষ্টিয়া সেক্টর সদরদপ্তর, চুয়াডাঙ্গা ও মহেশপুর ব্যাটালিয়ন সদর, দুর্গম পদ্মার চরের উদয়নগর বিওপি, মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর বিওপিসহ বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি ব্যাটালিয়ন সদরের কোয়ার্টার গার্ডের সালাম গ্রহণ, বৃক্ষরোপণ এবং ব্যাটালিয়ন ও বিওপি পর্যায়ের সব সদস্যের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়ে বিজিবি মহাপরিচালক বাহিনীর সদস্যদের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এর পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সব সময় প্রস্তুত থাকতে নির্দেশনা দেন।

পরিদর্শনের অংশ হিসেবে রোববার বিজিবি মহাপরিচালক চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি পরিদর্শন করেন।

এ সময় বিএসএফ কৃষ্ণনগর সেক্টরের কমান্ডার এ কে আরিয়া বিজিবি মহাপরিচালককে ফুলেল শুভেচ্ছা এবং অভ্যর্থনা জানান। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল