• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জ্বালানি খাতে ‘আশার আলো’ দেখাচ্ছে দ্বীপজেলা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩  

দ্বীপজেলা ভোলায় নতুন করে পাওয়া ইলিশা-১ নামের কূপে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করেছে বাপেক্স। এ কূপ থেকে মিলবে ২০০ বিএসএফ ঘনফুট গ্যাস। শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে বাপেক্সের তত্ত্বাবধায়নে রাশিয়ার কোম্পানি গ্যাসপ্রোম এ গ্যাস উত্তোলন কাজ শুরু করে।

এখানে ১৮০ থেকে ২০০ বিসিএফ ঘনফুট গ্যাসের মজুদের সম্ভাবনা রয়েছে বলে মনে করছে বাপেক্স। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ মে থেকে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তেলন করার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাপেক্স।

ভোলার শাহবাজপুর ও ভোলা নর্থ নামের আলাদা দুটি গ্যাসক্ষেত্রে ৯টি কূপ খনন করা হয়। এসব কূপে মোট এক দশমিক ৭ টিসিএফ ঘনফুট গ্যাস মজুত রয়েছে বলে নিশ্চিত করেছে বাপেক্স কর্তৃপক্ষ। এর আগে গত ৯ মার্চ ইলিশা-১ নামের এ কূপের খনন কাজ শুরু করে বাপেক্সের একটি দল।

এ বিষয়ে বাপেক্স ভূ-তাত্বিক বিভাগের জি এম মো. আলমগীর হোসেন বলেন, ‘এখন টেস্টিং চলছে। মাটির তিন হাজার ৪৩৩ মিটার গভীরতায় এ গ্যাসের সন্ধান মেলে। যা প্রায় চার কিলোমিটার বিস্তৃত। ১৯৯৪-৯৫ সালে ভোলার শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান মেলে। এরপর থেকে এখানে আরও গ্যাসের সন্ধান পাওয়া যায়।’

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল