• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না: সজীব ওয়াজেদ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আশ্রয়ণ প্রকল্প সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেন।

ক্যাপশনে তিনি লিখেন, ‘গৃহহীনের আশার আলো- জননেত্রী শেখ হাসিনা। গৃহহীন আরও ৪০ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর। আওয়ামী লীগ কথা দিয়ে কথা রাখে। বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না।’


সজীব ওয়াজেদ জয় আরও লিখেন, ‘বর্তমানে দেশের ৯টি জেলা ও ২১১টি উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীনমুক্ত। আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৪ মেয়াদে এখন পর্যন্ত উপকারভোগীর সংখ্যা ৩৮ লাখ ৫৬ হাজার ৫০৫ জন।’

বুধবার (২২ মার্চ) গৃহহীনদের হাতে বিনামূল্যে আরও ৩৯ হাজার ৩৬৫টি গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রী বাড়ি হস্তান্তর করেন। সেই সঙ্গে সারা দেশে আরও ৭টি জেলা ও ১৫৯টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেন।

আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১৯৯৭ সাল থেকে আজ পর্যন্ত মোট ৭ লাখ ৭১ হাজার ৩০১টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল