• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

উন্নয়ন নিশ্চিত করতে চরিত্রে শুদ্ধতা আনতে হবে: মন্ত্রিপরিষদ সচিব

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২২  

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, উন্নয়ন নিশ্চিত করতে হলে সবাইকে সুশাসন ও শুদ্ধাচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে মানুষের চরিত্রে শুদ্ধতা আনতে হবে। আমার যদি উন্নয়ন ঘটাতে চাই চরিত্রবান মানুষ লাগবে। চরিত্রে যদি শুদ্ধতা না থাকে তাহলে আমাদের পক্ষে উন্নয়ন সম্ভব না।
বৃহস্পতিবার সকালে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘স্বাস্থ্যশিক্ষায় শুদ্ধাচার ও সুশাসন’ বিষয়ক কর্মশালায় এ কথা বলেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ১৯৭৪ সালের ২৫ ডিসেম্বর চারিত্রিক শুদ্ধতার কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের উন্নয়নে শুদ্ধতা নিয়ে আসছেন। গুড গভর্নেন্স নিশ্চিত করতে হলে শুদ্ধাচার, পারফরমেন্স এগ্রিমেন্ট, রাইট টু ইনফরমেনশনসহ নানা দিক যথাযথ বাস্তবায়ন করতে হবে।

স্বাস্থ্যশিক্ষা অধিদফতর, পরিবার পরিকল্পনা অধিদফতর, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ আয়োজিত এ কর্মশালায় বরিশাল বিভাগের সরকারি মেডিকেল, ডেন্টাল কলেজের চিকিৎসক, পরিবার পরিকল্পনা অধিদফতরসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল