ই-গেটে ১৮ সেকেন্ডেই ইমিগ্রেশন, খুশি যাত্রীরা
আজকের টাঙ্গাইল
প্রকাশিত: ১ জুলাই ২০২২

ঢাকার বাসিন্দা জিল্লুর রহমান। ব্যাংকক যাওয়ার জন্য বৃহস্পতিবার বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসেন। বিমানবন্দরে স্থাপিত ই-গেটের প্রবেশ পথে প্রথমে পাসপোর্ট ছবি সম্বলিত স্মার্ট কার্ডের পৃষ্ঠাটি স্ক্যান করান তিনি। ৪/৫ সেকেন্ডের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তার সব তথ্য মিলে যায়। এরপর সামনে থাকা ক্যামেরার সামনে দাঁড়ান। সেখানে স্বয়ংক্রিয়ভাবে ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে পাসপোর্টের ছবির সঙ্গে তার মুখমণ্ডল মিলে যায়। এতে খুলে যায় দ্বিতীয় গেটও। মাত্র ১৮ সেকেন্ডের মাধ্যমে ইমিগ্রেশন সম্পন্ন হয় তার।
এরপর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ইমিগ্রেশন কার্যক্রমও অল্প সময়ের মধ্যে শেষ করে ফ্লাইটে উঠেন তিনি। ই-গেটের মাধ্যমে দ্রুত সময়ে ইমিগ্রেশন শেষ করতে পেরে আনন্দিত এই যাত্রী।
তিনি বলেন, আগে ইমিগ্রেশন সম্পন্ন করতে ন্যূনতম আধঘণ্টা ধরে অপেক্ষা করতে হতো। অনেক সময় ১ ঘণ্টাও লাগতো। এখন অল্প সময়ে ইমিগ্রেশন সম্পন্ন হয়।
বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত ই-গেট ব্যবস্থা সরেজমিনে গিয়ে এমনটি দেখা যায়। দেখা যায়, বহির্গমন ও আগমনী যাত্রীদের মধ্যে যাদের ই-পাসপোর্ট রয়েছে, তারা বিমানবন্দরে স্থাপিত ই-গেট ব্যবহার করছেন। এতে মাত্র ১৮ সেকেন্ডের মধ্যে ইমিগ্রেশন সম্পন্ন করতে পারছেন তারা। যা আগে ৩০ মিনিট কিংবা এরও অধিক সময় লেগে যেত।
ধানমন্ডির বাসিন্দা নূরী আক্তার ব্যাংকক যেতে বিমানবন্দর আসেন। অল্প সময়ে ইমিগ্রেশন সম্পন্ন হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আগে এক বস্তা কাগজ নিয়ে ইমিগ্রেশন চেকিংয়ের জন্য অপেক্ষা করা লাগত। কখনো কখনো ৩০ মিনিটেরও বেশি সময় লেগে যেত। খুব বিরক্ত লাগত। কিন্তু ই-পাসপোর্ট নিয়ে ই-গেটের মাধ্যমে ইমিগ্রেশন সম্পন্ন করায় এখন মাত্র ১৮ সেকেন্ড লেগেছে। এতে যাত্রীদের জন্য ভোগান্তি কমেছে।
অস্ট্রেলিয়াগামী যাত্রী তানজিলা আক্তার বলেন, ই-গেট স্থাপনের পর তিনি এই প্রথম বিদেশ যাচ্ছেন। তাকে লাইনে দাঁড়াতে হয়নি। বাংলাদেশও বিদেশের মতো এগিয়ে যাচ্ছে। তাই ভালোই লেগেছে। সিঙ্গাপুরগামী যাত্রী ক্যাপ্টেন রাশিদুল ইসলাম, ব্যাংককগামী যাত্রী সুফিয়া বেগম, সৌদি আরবগামী যাত্রী সাইফুল ইসলাম, থাইল্যান্ডগামী যাত্রী পারভেজসহ অন্তত শতাধিক যাত্রী ই-গেট দিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করার পর বলেছেন, ভোগান্তি কমে গেছে।
এ সংক্রান্ত হযরত শাহজালাল বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে স্থাপিত ই-গেটের সামনে বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল হাসান, ই-পাসপোর্ট প্রকল্পের কর্নেল খালিদ সাইফুল্লাহ, উইং কমান্ডার আক্তারুজ্জামান, লে. কর্নেল শরীফুল ইসলাম, পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন প্রশাসন) মোহাম্মদ শাহরিয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ বিষয়ে ই-পাসপোর্টের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাদাত হোসেন বলেন, ই-গেট মূলত ব্যক্তি ও তার পাসপোর্ট সঠিক কিনা, তা যাচাই করে থাকে। এর মাধ্যমে অল্প সময়ে নির্ভুলভাবে যাচাই-বাছাই করা সম্ভব। ই-গেট সিস্টেম ব্যবহারকারী যাত্রীদের সহায়তা করতে আমাদের লোক রয়েছে। কোনো যাত্রী না বুঝলে তাকে সহায়তা করা হয়। তার দেওয়া তথ্যমতে, চট্টগ্রাম বিমানবন্দরে ৬টি, বেনাপোল ও বাংলাবান্দা স্থল বন্দরে একটি করে ই-গেট স্থাপন করা হয়েছে। তবে চলতি বছরে ২২টি ল্যান্ড চেকপোস্টেও ই-গেট স্থাপন করা হবে।
দেখা যায়, বহির্গমন গেটে ১২টি এবং আগমনী গেটে ১২টিসহ মোট ২৪টি ই-গেট স্থাপন করা হয়েছে। যেসব যাত্রীদের ই-পাসপোর্ট রয়েছে, কেবল তারাই ই-গেট ব্যবহার করছেন। অল্প সময়ের মধ্যে ইমিগ্রেশন শেষ করতে পারায় তারা খুশি। সংশ্লিষ্টরা বলছেন, সিস্টেমটি নতুন হওয়াতে অনেকেই ই-গেট ব্যবহারে এখনো অভ্যস্ত হয়ে উঠতে পারেননি। অনেককে এটির ব্যবহার সম্পর্কে বুঝিয়ে দিতে হচ্ছে। যখন সবাই এর ব্যবহার সম্পর্কে পুরোপুরি শিখে যাবে, তখন এই সময়সীমা আরও কমিয়ে আনা হবে। তখন এক মিনিটের মধ্যে কয়েকজন যাত্রীর ই-গেট দিয়ে ইমিগ্রেশন সম্পন্ন করা সম্ভব হবে।
ই-পাসপোর্ট প্রকল্পের কর্নেল খালিদ সাইফুল্লাহ বলেন, গত ৭ জুন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানন্দরে ই-গেট স্থাপন করা হয়। ৭ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত ৬ হাজার ৫৭৬ জন বহির্গমন যাত্রী এবং ২ হাজার ১০৮ জন যাত্রী আগমন করেছেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল হাসান বলেন, যাত্রীদের অনেকে এখনো ই-গেট ব্যবহারে অভ্যস্ত নয়। হয়তো কিছুটা সময় লাগবে। তবে যাদের ই-পাসপোর্ট রয়েছে, তারা ই-গেট ব্যবহার করে দ্রুত ইমিগ্রেশন শেষ করতে খুবই আগ্রহী।
পুলিশের বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন প্রশাসন) মোহাম্মদ শাহরিয়ার আলম বলেন, ই-গেটের মাধ্যমে একজন যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করার পর এসবি ইমিগ্রেশন কার্যক্রমে ভিসা, সরকারি জিওসহ অন্যান্য কিছু চেক করতে এক মিনিট সময় লাগবে। ই-গেট ব্যবহার করতে যাত্রীদের আহ্বান জানানো হয়। ই-গেটের মাধ্যমে যখন একজন যাত্রী ভেরিফাইড হয়ে যাচ্ছেন, তখন তাকে আর বেশি সময় ধরে চেক করতে হচ্ছে না। আমাদেরও (এসবি) কয়েক সেকেন্ড সময় লাগছে। তবে যেসব দেশে যেতে ভিসার প্রয়োজন হয় না, ভ্রমণের নামে সেসব দেশে মানবপাচার হচ্ছে কিনা, সে বিষয়ে এসবি সতর্ক রয়েছে।

- ইসলামপুরে ৩শ লিটার মদসহ নারী আটক
- পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত, আহত তিন
- যত চক্রান্তই করুক বাংলাদেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না
- বাসাইলে চারটি ড্রেজার মেশিন ধ্বংস
- ইসলাম প্রচারে বঙ্গবন্ধুর অবদান জাতি চিরকাল মনে রাখবে
- শিহাব হত্যা মামলায় চার আসামির আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর
- জামালপুর এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে বৃক্ষরোপণ
- গণপরিবহনে নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণে সচেতনতামূলক সভা
- কারাতে শিক্ষা শুধু ক্রীড়াই নয়, জীবনরক্ষাকারীও বটে : আতিক মোর্শেদ
- টাঙ্গাইলে বাসে ডাকাতি-গণধর্ষণ: আরও ২ জনের দোষ স্বীকার
- দেওয়ানগঞ্জে ১১ জুয়াড়ি আটক
- টাঙ্গাইলে ২২ সাংবাদিক পেল প্রধানমন্ত্রীর অনুদান
- এইচএলপি প্রাতিষ্ঠানিকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভূঞাপুরে বিশৃঙ্খলারোধে গণসচেতনতায় বাস মালিকদের সাথে ওসি’র আলোচনা
- রেজাউল্লাহ খোকন স্মৃতি ফাউন্ডেশনের ফ্রি ডেন্টাল চিকিৎসা ক্যাম্প
- বঙ্গবন্ধু রেল সেতুতে সুপার গতিতে চলবে ৬৮ ট্রেন
- বকশীগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
- টাঙ্গাইল জেলার শেষ্ঠ ওসি হলেন নির্বাচিত হলেন মোশারফ হোসেন
- ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রীর রাস্তা নির্মান কাজের ভিত্তি প্রস্তর
- জ্বালানি তেলের দাম বৃদ্ধি: ব্যাখ্যা তুলে ধরার জন্য নির্দেশ
- সাত দিনে রেমিট্যান্স এসেছে ৫ হাজার ২২৫ কোটি টাকা
- থাকছে না `ভোটার তালিকা`
- বিমানবন্দর কর্মীদের জন্য ‘ভালো ব্যবহার’ কোর্স
- মাসে বিপিসির লাভ হবে ২০৫ কোটি টাকা
- ‘৩৭ শতাংশ বন কক্সবাজারে’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ রোল মডেল :স্পিকার
- প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে নদী চুক্তির সম্ভাবনা
- রেমিট্যান্স অ্যাওয়ার্ডের জন্য আবেদন চেয়েছে বাংলাদেশ ব্যাংক
- দাপ্তরিক কাজে সরকারি ই-মেইল ব্যবহার বাধ্যতামূলক
- রেমিট্যান্স আনা আরো সহজ করল বাংলাদেশ ব্যাংক
- পদ্মা সেতু : ২০ দিনে আদায় ৫২ কোটি ৫৫ লাখ টাকা
- টাঙ্গাইল পুলিশ লাইন্স ফুটবল চ্যাম্পিয়নশীপ ফাইনাল
- রুশ বাহিনীকে বিপাকে ফেলানো তুরস্কের সেই ড্রোন কিনছে বাংলাদেশ
- সখীপুরে ‘মাই ওভারটাইম বিডি’র ৩য় বর্ষ পূর্তি উদযাপন
- এসআই পরিবহণের ঘাতক বাস চালক আটক
- ঢাকায় দূতাবাস চালু করতে আগ্রহী আর্জেন্টিনা
- বিএনপি এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করেনি: কৃষিমন্ত্রী
- আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানালো বাংলাদেশ
- জ্বালানি তেলের দাম: বিশ্ব ও বাংলাদেশের তুলনামূলক চিত্র
- বঙ্গবন্ধুর ১৯ ফুট উঁচু ব্রোঞ্জের ভাস্কর্য হচ্ছে সোহরাওয়ার্দীতে
- যুক্তরাষ্ট্রের বাজারে বছরের শুরুটা দুর্দান্ত বাংলাদেশের
- ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব না দেওয়ায় সংবাদ সম্মেলন
- পদ্মা সেতু: ২০২৪ সালে চলবে ট্রেন
- টাংগাইলে আবাদ বাড়ছে আনারসের; ন্যায্য মূল্য পেয়ে খুশি চাষিরা
- বাংলাদেশ-ভারত রেল যোগাযোগ বিশ্বমানের হচ্ছে
- ভ্রমণ পিপাসুদের জন্য বেড়ানোর জায়গা নাগরপুর চৌধুরী বাড়ি
- বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী আজ
- সখীপুরে মানবাধিকার কমিশনের সম্মেলন অনুষ্ঠিত
- কালিহাতীতে ৫ হাজার ২০০ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেফতার
- টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণ, মূল হোতা রাজা মিয়া গ্রেপ্তার
