• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বিআরটিএতে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে: সেতুমন্ত্রী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১  

যেকোনো মূল্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএতে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবন অডিটোরিয়ামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ হুঁশিয়ারি দেন।

মন্ত্রী বলেন, যেকোনো মূল্যে বিআরটিএতে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। এসময় অপকর্ম বন্ধ করতে বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশ দেন তিনি।

তিনি বলেন, বর্তমানে মোটরসাইকেলের উপদ্রব বেড়েছে। চালকরা কোনো নিয়ম মানেন না। রাজনৈতিক কর্মীরা মোটরসাইকেল আরোহণে বেশি অনিয়ম করে। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।
 
মন্ত্রী আরো বলেন, আগামী বছর সড়কে বৈপ্লবিক পরিবর্তন পুরোপুরি দৃশ্যমান হবে। পদ্মাসেতু উদ্বোধন হবে। এছাড়া মেট্রোরেল, বাস র‌্যাপিড ট্রানজিট ও কর্ণফুলী টানেলের উদ্বোধন হবে। আগামী ২৪ অক্টোবর ঢাকা-সিলেট, সিলেট-তামাবিল সড়কের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল