• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

প্রবীণদের সম্মান করতে হবে: প্রবীণ দিবসে সমাজকল্যাণমন্ত্রী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ অক্টোবর ২০২১  

বাংলাদেশ সরকারের সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রবীণদেরকে অবহেলা নয়, বিগত দিনের কর্মকাণ্ডের কথা স্মরণ করে তাদের কে সম্মানের আসনে অধিষ্ঠিত করতে হবে। 
আজ শুক্রবার ৩১তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। 

সমাজকল্যাণমন্ত্রী বলেন, আজকে যারা প্রবীণ, বিগত দিনে তারা ছিলেন নবীন। প্রবীণরা অভিজ্ঞতায় সমৃদ্ধ। দেশ ও জাতির কল্যাণে তাদের কর্মকাণ্ডগুলো ছিল সম্মানের।

প্রবীণদের উদ্দেশ্যে সমাজকল্যাণমন্ত্রী বলেন, অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে দেশ ও জাতি গঠনে আপনারা ভূমিকা রেখেছিলেন। দেশ ও জাতি আপনাদের কথা স্মরণে রাখবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল