• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

আজ রাতেই আসছে ৩০ লাখ করোনার টিকা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ জুলাই ২০২১  

আজ বৃহস্পতিবার রাতেই চীন থেকে বাংলাদেশে আসছে সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ করোনার ভ্যাকসিন। চীনের সঙ্গে চুক্তি অনুযায়ী এ ৩০ লাখ টিকা তৃতীয় চালান হিসেবে বিবেচিত হবে। আজ সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান।

 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, আজ রাত ১০টা, রাত ১টা এবং ভোর ৩টায় মোট তিনটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ চালান পৌঁছাবে। 

 

এর আগে চলতি বছরের মে মাসে প্রথমবারের মতো মন্ত্রীদের কাছে পাঁচ লাখ ডোজ সিনোফার্মের টিকা হস্তান্তর করেন চীনের রাষ্ট্রদূত লি। পরে  ১ জুলাই দুটি ফ্লাইটে বাংলাদেশে পৌঁছায় ২০ লাখ সিনোফার্মের টিকা, যা ছিল চুক্তি অনুযায়ী কেনা টিকার প্রথম চালান। পরে ১৭ জুলাই চীন থেকে কেনা আরো ২০ লাখ সিনোফার্মের টিকার ডোজ ঢাকায় পৌঁছায়। রাত ১১টা ৪৫ মিনিটে সিনোফার্মের দ্বিতীয় টিকার চালান ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

 

উল্লেখ্য, তিন মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা বাংলাদেশে আসবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল