• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বঙ্গবন্ধুর নির্বাচিত ২৫ ভাষণ নিয়ে ইংরেজিতে বই

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২১  

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্বাচিত ভাষণগুলো নিয়ে ইংরেজি ভাষায় একটি বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘ফাদার অব দ্য ন্যাশন : সিলেক্টেড স্পিচেস অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’ অস্ট্রেলিয়া থেকে বইটি প্রকাশ করেছে বালবোয়া প্রেস। এটি মার্কিন প্রকাশনা সংস্থা ‘হে পাবলিশিং হাউস’-এর সহযোগী প্রতিষ্ঠান।

ভাষণগুলো ইংরেজিতে অনুবাদ করেছেন কবি ও অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিল্টন। বঙ্গবন্ধুর পঁচিশটি ভাষণের এই বইটির মুখবন্ধ লিখেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বইটি উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে। প্রচ্ছদ করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা এনজি অ্যালিয়া। সম্পাদনা করেছেন নিউজিল্যান্ডবাসী পল মেহু।

বইটি বর্তমানে বালবোয়া প্রেস, অ্যামাজন, বুকটোপিয়াসহ বিশ্বের উল্লেখযোগ্য অনলাইন বুকস্টোরগুলোতে পাওয়া যাচ্ছে। বইটির তিনটি সংস্করণ—ই-বুক, পেপারব্যাক ও হার্ডকাভার সংস্করণ পাওয়া যাচ্ছে। শিগগিরই বাংলাদেশেও অন্বেষা প্রকাশনেও পাওয়া যাবে। দেশে কুরিয়ার চার্জসহ পেপারব্যাক ও হার্ডকাভার সংস্করণের দাম পড়বে যথাক্রমে দুই হাজার ২০০ টাকা ও চার হাজার টাকা। আগামীকাল ৬ নভেম্বর সিডনিতে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। এতে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও বিশেষ অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহিরয়ার আলম।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল