• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বৈশাখী সাজ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩  

গরমের তীব্রতা প্রতিদিনই বাড়ছে। এ সময় ডিহাইড্রেশন থেকে শুরু করে সাইনাসের মতো সমস্যায় ভুগছেন অনেকেই। এছাড়া হজমের সমস্যা, পেটের সমস্যা তো আছেই। তীব্র গরমের মধ্যেই এবার উদযাপন হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। সারা বছর বাংলা নববর্ষবরণের জন্য অপেক্ষায় থাকেন সবাই । হালখাতা, মিষ্টিমুখ থেকে শুরু করে নতুন পোশাকে যেন আলাদা মাত্রা পায় উৎসবের এ দিনটি।
নববর্ষের সময় গুরুত্বপূর্ণ বিষয় হলো ফ্যাশন। এই বিশেষ দিনে সবারই কোথাও না কোথাও নিমন্ত্রণ লেগেই থাকে। অথবা কেউ কোনো অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন। এ কারণে সবাই প্রথমে পোশাকের দিকে নজর দেন। তবে এবার সাজের সঙ্গে গরমের কথা মাথায় রাখুন। পয়লা বৈশাখে ভুলেও এমন পোশাক পরবেন না যাতে শরীর অসুস্থ হতে পারে। এ বছর পয়লা বৈশাখের সাজ-পোশাকের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখুন। যেমন-


এবার পয়লা বৈশাখের দিনও তীব্র তাপমাত্রা বিরাজ করছে। তাই সুতির পোশাকেই নিজেকে সাজিয়েছেন অনেকে। 

পোশাকের সঙ্গে হালকা মানানসই গহনায় সাজেন অনেক নারী। এতে স্টাইলিস ও সুন্দরও লেগেছিল তাদের।

আলগা খোঁপা, হাফ বিনুনিতেই ধরা দিয়েছিলেন অনেকেই।

মেকাপের জন্য-
খুব হালকা মেকাপে নিজেদের ফুটিয়ে তুলেছিল তরুণীরা। নিজের ত্বকের ধরন অনুযায়ী মেকআপ করেছিলেন সবাই। অনেকের চোখ ও ঠোঁটের হালকা সাজ যেন নজর এড়ায়নি কারোরই।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল